• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উদ্যমী নারী মেলার সমাপনী নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে এ দেশটাকে সোনার বাংলায় গড়ে তুলবো :মেয়র জিল্লুর রহমান জুয়েল

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১২:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের আয়োজনে উদ্যমী নারী মেলার সমাপনী হয়েছে ২৬ মার্চ শনিবার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মেলার সমাপনী হওয়ায় পুরো অনুষ্ঠান ঘিরে ছিলো ভিন্ন রকমের এক আমেজ। সমাপনী অনুষ্ঠানের আলোচনা পর্ব ছাড়াও আনন্দধ্বনী সংগীত শিক্ষায়তনের পরিবেশনায় গীতিআলেখ্য অনুষ্ঠানটি ছিলো অসম্ভব ভালো লাগার একটি অনুষ্ঠান। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান উপহার দিয়েছে আনন্দধ্বনী সংগীত শিক্ষায়তন। দেশের গান, মুক্তিযুদ্ধের গান, তেজোদ্দীপ্ত কবিতা আবৃত্তি এবং খুদে নৃত্য শিল্পীদের নৃত্য। সব মিলিয়ে গীতিআলেখ্য অনুষ্ঠানটি সার্থক করে তুলেছে উদ্যমী নারী মেলার সমাপনী অনুষ্ঠানকে।
২৬ মার্চ শনিবার সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মুনিরা আক্তারের সভাপ্রধানে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫১তম দিবস উদ্যাপন করছি। আমরা আজকে যে বাংলাদেশকে দেখছি, সে বাংলাদেশটাকে এ পর্যায়ে নিয়ে আসতে মুখ্য ভূমিকায় রয়েছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্ব এবং নিরলস পরিশ্রম। বাংলাদেশ নামক দেশটার জন্মের পেছনে তথা মহান স্বাধীনতা যুদ্ধে নারীদের যে কী অসীম আত্মত্যাগ, তা কোনোভাবেই ভুলবার নয় কিংবা ছোট করে দেখবার সুযোগ নেই। নয় মাসের যুদ্ধে কত মা-বোন রক্ত দিয়েছেন, দিয়েছেন ইজ্জত। কত মা-বোন সন্তানহারা হয়েছেন, হয়েছেন স্বামীহারা, বাবাহারা, ভাইহারা। নরপিশাচরা কত নারীর ইজ্জত লুটে নিয়েছে। তারপরও হায়েনাদের কাছে মাথা নত করে নি আমাদের মা-বোনেরা। তাঁদের এই মহান আত্মত্যাগ নারী জাতিকে মহীয়সী করে তুলেছে। সেই গর্বিত নারী জাতির অহঙ্কার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন। সারা বিশ্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিচ্ছে কোন্ ম্যাজিকে একটি দেশকে এতোটা দুর্বার গতিতে তিনি এগিয়ে নিচ্ছেন। মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পর আমরা যদি আমাদের অন্য নারী নেত্রীদের দিকে তাকাই, তাতেও দেখবো তাঁদের সফলতা। আমাদের মাননীয় সাংসদ ডাঃ দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করে একজন সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদায় নিয়েছেন। এখন আবার তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আমরা আশাবাদী তিনি পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন শেষে একজন সফল শিক্ষামন্ত্রী হিসেবে বিদায় নিবেন। এভাবেই নারীদের সাফল্য আমাদের কাছে উজ্জ্বল হয়ে আছে। মেয়র বলেন, চাঁদপুরের নারীরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে যে প্রমাণ দিয়েছেন, তা একদিন এই চাঁদপুরকে সারাদেশে পরিচিতি করে তুলবে। আমরা চাই নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে এ দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় গড়ে তুলবো।
আলোচনা পর্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, বর্তমান সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস ও মেলার অন্যতম উদ্যোক্তা শিল্পচূড়ার সভাপতি মাহবুবুর রহমান সেলিম। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন। আলোচনা সভার আগে আনন্দধ্বনী সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টুর তত্ত্বাবধানে গীতিআলেখ্য পরিবেশিত হয়। সবশেষে মেলায় অংশগ্রহণকারী সংগঠনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত