বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকাল স্থগিত করল যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের যাচাই-বাছাইয়ের সময়সীমাও বাড়ানো হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এপি।পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সই করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই-বাছাইয়ের বিষয়ে নির্দেশিকা জারি করার পরিকল্পনা করছে পররাষ্ট্র দপ্তর।
প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং এর সময়সূচি সম্প্রসারণের প্রস্তুতি হিসেবে কনস্যুলেট বিভাগগুলোতে নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে স্থগিতাদেশ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, ভিসার জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট সকল সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, 'এখানে কারা আসছে, তারা ছাত্র হোক বা অন্য কেউ, তা মূল্যায়ন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।' এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের সর্বশেষ পদক্ষেপ। গত সপ্তাহে, ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করে। এরপর আদালতে চ্যালেঞ্জ করা হলে আপাতত একজন ফেডারেল বিচারক তা অবরুদ্ধ করে দিয়েছেন।