• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ভক্তদের নতুন সুখবর দিলেন মেসি-সুয়ারেজ

প্রকাশ:  ২৮ মে ২০২৫, ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফুটবল ভক্তদের জন্য এসেছে দারুণ এক সুখবর। বহুদিন একসঙ্গে বার্সেলোনা মাতানো এবং বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা দুই লাতিন সুপারস্টার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ এবার ভিন্ন এক ভূমিকায় হাজির। নিজেরাই গড়েছেন একটি নতুন ফুটবল ক্লাব। ক্লাবটির নাম ডিপার্টিভো এলএসএম, যা অংশ নেবে উরুগুয়ের চতুর্থ স্তরের ফুটবল লিগে। গোলডটকম মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেদের এই নতুন ক্লাবের ঘোষণা দেন মেসি ও সুয়ারেজ। ক্লাবের নামের মধ্যেই দুই তারকার পরিচয় এলএসএম। ভিডিওর শুরুতে সুয়ারেজ বলেন, আজ আমি উরুগুইয়ান ফুটবলকে একটি প্রস্তাবনা দিতে যাচ্ছি, যে জায়গাটিকে আমি ভালোবাসি এবং যেখানে আমি বেড়ে উঠেছি। আমরা উরুগুইয়ান ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতায় অংশ নিতে চাই।

এরপর সুয়ারেজ পরিচয় করিয়ে দেন ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ও তার দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসিকে। তিনি বলেন, কিশোর বয়স থেকেই আমরা একসঙ্গে নানা অভিজ্ঞতা নিয়েছি, যা আমাদের ভাবনার মিল গড়েছে। এই প্রজেক্ট ফুটবলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের একটি মাধ্যম। মেসিও নিজের অনুভূতি ভাগ করে নেন ভিডিও বার্তায়। তিনি বলেন, এই প্রজেক্ট নিয়ে আমি, আমার পরিবার এবং সংশ্লিষ্ট সবাই অত্যন্ত আত্মবিশ্বাসী ও রোমাঞ্চিত। আমাদের স্বপ্ন এখানেই থেমে থাকবে না। ভবিষ্যতে এটি আমাদের পরিবার, বন্ধু ও কাছের মানুষদের মাঝেও ছড়িয়ে পড়বে।

নতুন এই ক্লাবটির ঘাঁটি হবে লুইস সুয়ারেজ কমপ্লেক্সে, যেখানে আধুনিক সব সুবিধা রয়েছে। বিশাল এই কমপ্লেক্সে রয়েছে একটি টার্ফ স্টেডিয়াম যার ধারণক্ষমতা প্রায় ১৪০০ দর্শক, সেভেন-এ-সাইড মাঠ, এবং আরও ৬২০ জন ভক্তের জন্য পৃথক কক্ষ। ঘোষণার পরপরই ইনস্টাগ্রামে 'ডিপোর্তিভো এলএসএম' নামে খোলা ক্লাবের অফিসিয়াল অ্যাকাউন্টে ভক্তদের বিপুল সাড়া দেখা গেছে। মাত্র চার ঘণ্টায় অনুসারীর সংখ্যা পৌঁছে যায় এক লাখের কাছাকাছি! এমএলএসের দুই তারকার এই নতুন উদ্যোগ শুধু একটি ক্লাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ফুটবলে তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও ভালোবাসার প্রতিফলন। মাঠের কিংবদন্তিরা এবার মাঠের বাইরেও নিজেদের প্রভাব বিস্তার করতে চলেছেন।

 

সর্বাধিক পঠিত