• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চলতি বছর রাজস্ব লক্ষ্যমাত্রায় ঘাটতি ১ লাখ ৫ হাজার কোটি টাকা: সিপিডি

প্রকাশ:  ২৭ মে ২০২৫, ১৩:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চলতি অর্থবছর লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণে ১ লাখ ৫ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মঙ্গলবার বাংলাদেশের অর্থনীতির তৃতীয় প্রান্তিক পর্যালোচনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। লিখিত বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি মাত্র ৫ শতাংশ, গত বছর এটি ছিল ১৩ শতাংশের বেশি। ফলে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রায় বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণে শেষ তিনমাসে ৬৪ শতাংশ প্রবৃদ্ধি দরকার হবে। তবে চলমান বাস্তবতায় এটি সম্ভব নয়। তিনি বলেন, রাজস্ব আহরণে বড় ঘাটতির পেছনে দুর্বল ব্যবস্থাপনা এবং অতিরিক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ দায়ী। এই অবস্থায় রাজস্ব খাতে আইএমএফের কন্ডিশনও বাস্তবায়ন হবে না জানিয়েছেন তিনি।

সর্বাধিক পঠিত