জয় হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেলেন শফিক রেহমান


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার (২৭ মে) সাজার বিরুদ্ধে তার আপিলের প্রেক্ষিতে এই রায় দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। খালাস পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি, বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শফিক রেহমান।
তিনি বলেন, এই রায়ের মাধ্যমে দেশের স্বাধীন বিচার বিভাগ প্রমাণ হয়েছে। তার আইনজীবী জানান, মিথ্যা মামলায় গ্রেপ্তার-রিমান্ডের মাধ্যমে হয়রানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা। এই মামলায় দুটি ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আওয়ামী সরকার পতনের পর আদালতে আত্মসমর্পণের পর সাজার বিরুদ্ধে আপিল করেন শফিক রেহমান।