২ দিনের সফরে চাঁদপুর আসছেন বিচারপতি কামরুল হোসেন মোল্লা
চাঁদপুরে ২দিনের সফরে আসছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা। তিনি চাঁদপুর অবস্থানকালে জেলা জজশীপে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ সুপার, পাবলিক প্রসিকিউটর, গভর্নমেন্ট প্লিডার, বিশেষ পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করবেন। এ সময় তিনি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহের মধ্যে পুরাতন দেওয়ানী ও ফৌজদারি মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে মতবিনিময় করবেন।
জানা যায়, বিচারপতি কামরুল হোসেন মোল্লা কাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউজ থেকে সড়কযোগে রওয়ানা হয়ে চাঁদপুর সার্কিট হাউজে আসবেন। এদিন সন্ধ্যায় সার্কিট হাউজের কনফারেন্স রুমে চাঁদপুরের জেলা ও দায়রা জজ, জেজ জজ পদমর্যাদার বিচারকগণ, জেলা প্রশাসক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় করবেন।
পরদিন শুক্রবার সকাল ৯টায় জেলা জজশীপের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। বেলা ১১টায় জেলার পাবলিক প্রসিকিউটরসহ অন্যান্য গভর্র্নমেন্ট প্লিডার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য আইনজীবীর সাথে জেলা জজশীপের কনফারেন্স রুমে মতবিনিময় করবেন। ওইদিন বিকেলেই চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।