• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৩
স্টাফ রিপোর্টার
প্রিন্ট

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠিত আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ উপলক্ষে কোরআন তেলাওয়াত,হামদ  নাতে রাসূল ও কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক ও চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ ফারজানা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান সভাপতি বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নাজমুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ সোলায়মান হোসেন। এ সময়  শিক্ষক, অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ মাহমুদুল হাসান।

কোরআন তেলাওয়াত হামদ ও নাতে রাসুলএবং কেরাত প্রতিযোগিতায় ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়।তাদের মধ্য ১৮ জন বিজয়ী হয়।

সর্বাধিক পঠিত