মতলব উত্তরে ৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করছে থানা পুলিশ। শনিবার(৫ এপ্রিল-২০২৫) রাত ১০ টায় উপজেলার ফরাজীকান্দি ইউপির দক্ষিণ রামপুর থেকে আটক করা হয়। মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর সার্বিক দিক নিদের্শনায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হকের তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন-১ এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) মো. মনির হোসাইন, এএসআই (নিঃ)/মো. জসিম উদ্দিন, এএসআই (নিঃ)মো. রবিউল হোসেন, এএসআই (নিঃ)/ জহিরুল ইসলাম, কনস্টেবল/ অহিদুর রহমানসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। শনিবার(৫ এপ্রিল-২০২৫) রাত ২২.১০ ঘটিকার সময় মতলব উত্তর থানাধীন ১২নং ফরাজীকান্দি ইউপির ০৭নং ওয়ার্ডের দক্ষিণ রামপুর সাকিনস্থ জনৈক রাসেল এর বাড়ীর সামনে আমিরাবাদ টু মতলব দক্ষিণ মূখী বেড়িবাঁধ পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী সৈকত হোসেন (২৪) আটক করে। সৈকত হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সালোকিয়া গ্রামের তোফাল মিয়া প্রঃ তোয়ান মিয়ার ছেলে।
পাইভেটকারে থাকা সৈকত হোসেনের হেফাজত হইতে ০৮(টি) খাঁকি রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩২ (বত্রিশ) কেজি গাঁজা( যাহার প্রতি কেজির মূল্য অনুমান ৬ লক্ষ ৪০হাজার টাকা) ও ১টি ছাই রংয়ের প্রাইভেটকার( যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ গ-২৩-১৯২৪) উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, ৩২ কেজি গাঁজাসহ সৈকত হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবি অভিযান চলমান থাকবে।