• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আট এপ্রিল ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২৫, ০৯:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ মঙ্গলবার  (৮ এপ্রিল ২০২৫) থেকে সারাদেশের মতো চাঁদপুরেও 'জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫' শুরু হচ্ছে। চলবে সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সোমবার পর্যন্ত।এ বছরে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য 'জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে'। জানা যায়, জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার এবং ২ কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহের মাধ্যমে জাটকাকে ইলিশে রূপান্তর করা হবে। মৎস উপদেষ্টা জানান, ২০২৩-২৪ অর্থ বছরে দেশে ৫ লাখ ২৯ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১১ শতাংশ। দেশজ জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশের বেশি। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৮০ শতাংশের বেশি আহরিত হয় এ দেশের নদ-নদী, মোহনা ও সাগর থেকে। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে।