• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গুনী সাংবাদিক রোটা. কাজী শাহাদাত-এর জন্মদিন নিবন্ধন

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৫২
উজ্জ্বল হোসাইন
প্রিন্ট

সাংবাদিক কাজী শাহাদাত সাংবাদিকতা ও সাহিত্য জগতে এক সুপরিচিত নাম। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা পেশায় সক্রিয় রয়েছেন এবং এই সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। রোটারিয়ান কাজী শাহাদাত চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের উত্তর পাড়ার সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ছেফায়েত উল্লাহ এবং মাতার নাম জোবায়দা বেগম। ছোটবেলা থেকেই তিনি লেখালেখির প্রতি আগ্রহী ছিলেন এবং পঞ্চম শ্রেণিতে পড়াকালীন সময়ে লেখালেখির জগতে প্রবেশ করেন।
কাজী শাহাদাত প্রায় ৪৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি আশির দশকের শুরুতে 'নির্ভীক' ও 'নির্ঝর' নামে সারাদেশে প্রচারিত সাহিত্য মাসিকের সম্পাদক ছিলেন। দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় তিনি ২৫ বছর যাবত প্রধান সম্পাদক পদে অধিষ্ঠিত রয়েছেন। এই চাঁদপুর কন্ঠ পত্রিকায় লেখা সম্পাদকীয়র কারণে এটি চাঁদপুর তথা পার্শ্ববর্তী জেলায় জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও তিনি সাপ্তাহিক হাজীগঞ্জের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক চাঁদপুরের বার্তা সম্পাদক এবং দৈনিক জনতায় জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি কাজী শাহাদাত সাহিত্য ও সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং পরবর্তীতে সাড়ে ৯ বছর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুর প্রেসক্লাবে তিনি দুই মেয়াদে সভাপতি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরে চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চাঁদপুর রোটারী ক্লাবে এক মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন এবং রোটারী জেলায় লেফটেন্যান্ট গভর্নর ও অ্যাডভাইজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
কাজী শাহাদাত তার সাংবাদিকতা ও সাহিত্যকর্মের জন্য বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে জাতীয় সাহিত্য পরিষদ পদক, হাজীগঞ্জ ফোরাম সাহিত্য সম্মাননা, ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড, চাঁদপুর প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীতে আজীবন সম্মাননা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক উল্লেখযোগ্য। সর্বশেষ, ২০২৪ সালের ২৬ মার্চ শাহরাস্তি প্রেসক্লাব তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে।
কাজী শাহাদাত বর্তমানে চাঁদপুর শহরে বসবাস করছেন। তিনি একসময় কবিতা, ছড়া ও গল্প লিখলেও বর্তমানে প্রবন্ধ-নিবন্ধ ও প্রতিবেদন লেখায় বেশি মনোযোগী। ভ্রমণ বিষয়ক লেখায় তার বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে। চাঁদপুর জেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের বিতর্কের প্রসারে একটানা এক যুগ ধরে  চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশনের আয়োজনে পাঞ্জেরী-চাঁদপুর কন্ঠ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন করেছেন।
সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে কাজী শাহাদাতের অবদান বাংলাদেশের গণমাধ্যম ও সাহিত্য জগতে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

লেখক পরিচিতি : রোটা. উজ্জ্বল হোসাইন, সংগঠক, সাংবাদিক ও প্রাবন্ধিক, চাঁদপুর।