হাইমচরে মেঘনায় জাটকা নিধনকালে ২৬ জেলে আটক
অভয়াশ্রম এলাকায় জাটকা নিধনকালে ২৬ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স কমিটি। গত ৩১ মার্চ (মঙ্গলবার) রাতে হাইমচর উপজেলায় মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলো : শরিয়তপুর জেলার শাহাআলম (৩৮) পিতা: মৃত শামসুল হক, মোঃ হোসেন (৩০) পিতা দেলু দেওয়ান, মতলব উপজেলার মোঃ রুবেল (২০) পিতা: জলিল মাঝি, মোঃ শাহিন (২০) পিতা: বেলাল পাটোয়ারী, শরিয়তপুর জেলার মোঃ মনির হোসেন (২২) পিতা: ওয়াহেদ আলী, ভোলা জেলার মোঃ সিরাজ (২৫) পিতা: রশিদ, মতলব উপজেলার জামাল (২৫) পিতা: ওমর আলী মিজি, মোঃ রাসেল (২১) পিতা: শাহজাহান, মোঃ কায়সার (২৩) পিতা: ওমর আলী মিজি, হিজলা উপজেলার মোঃ হেলাল (৩৫) পিতা: মুকবুল, ইয়াকুব (১৫), অনিক (১২), হৃদয় (১৫), নুরুল ইসলাম (৪০), আলম মাঝি (৩৮), আনোয়ার (৬১), আল-আমিন (২০), খলিল বেপারী (৩৮), হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন মোঃ সাকিব (১৩) পিতা: শাহজাহান, রাসেল (১৬) পিতা: নুরুল মোল্লা, মানিক (২২) পিতা: খোকন মৃধা, সাইফুল (২০) পিতা: ইউসুফ, মোঃ রাসেল (২৮) পিতা: শুক্কর আলী মাঝি, আল-আমিন (৩২) পিতা: আমির হোসেন, মোঃ সানাউল্লাহ (৩০) পিতা: সেকান্তর বেপারী, মোঃ পারভেজ (১২) পিতা: বাছির গাজী।
হাইমচর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।