মতলব উত্তরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হতাহত ২


মতলব উত্তর উপজেলায় গাছের সঙ্গে মোটর সাইকেল ধাক্কা লেগে মেহেদী হাসান বাবু (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। আর মোটরসাইকেলের আরোহী মো. আলমগীর হোসেন (৩৫) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) দিবাগত রাত ১টার দিকে গজরা ইউনিয়নের গজরা ছৈয়ালকান্দি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান বাবু মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ছেংগারচর বাজারে একটি ফার্নিচার দোকানে বার্নিশের কাজ করতেন। আর আহত আলমগীর হোসেন (৩৫) একই গ্রামের আদুরভিটি গ্রামের আ. হান্নান সরকারের ছেলে।
মতলব উত্তর থানা পুলিশ ও ছেয়ালকান্দি গ্রামের সোহেল রানা বলেন, রাত ১ টার দিকে গজরা বাজারের যাত্রাপালা কাজল রেখা দেখে ফেরার পথে গজরা ছৈয়ালকান্দি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে তারা ২ জনই মারাত্মক আহত হন। তাৎক্ষণিক মতলব উত্তর থানার মোবাইল টিম আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকাতে পাঠান। ঢাকা নেওয়ার পথে মেহেদী হাসান বাবু মারা যান। এ ব্যাপারে এসআই খোরশেদ বলেন, ছেলে দুটি তীব্র গতিতে মোটরসাইকেল চালানোতে আজ তারা মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। আমরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি এবং অবস্থার অবনতি হওয়ায় ঢাকা পাঠানোর ব্যবস্থা করি। মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।