• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আওয়ামীলীগ নেতার ছেলের বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণে

হাইমচর সফরে যান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি (এমপি)

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:০২ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি সংক্ষিপ্ত সফরে তার নির্বাচনি এলাকা হাইমচর ঘুরে গেলেন। তিনি ১১ ডিসেম্বর বুধবার বিকালে হাইমচর সফরে আসেন এবং চরভৈরবী দক্ষিন পাড়া বগুলা গ্রামের প্রধানিয়া বাড়িতে যান। 

এসময় মন্ত্রী হাইমচর উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়ার ছেলে মোঃ মেজবাউল করিম জোটনের বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নব-দম্পত্তিকে দোয়া করেন। মূলত স্থানীয় এ আওয়ামীলীগ নেতার ছেলের বিবাহ অনুষ্ঠানে যোগ দিতেই ডাঃ দীপু মনির চাঁদপুরে তাঁর এই সংক্ষিপ্ত সফর। 

অনুষ্ঠানে অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারি দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারি, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারি, অন্যান্য মেহমানদের মধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারী এমপি মিরা, বিশিষ্ঠ শিল্পপতি ও ম্যাক্সসোস গুরুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন, এমডি আমজাদ আলী বাদল, ফতুল্লা গুরুপের চেয়ারম্যান তছলিম হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের অগণিত মানুষ।