ফরিদগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি : আহত ২
ফরিদগঞ্জে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় দুই জন আহত হয়েছেন। রোববার গভীর রাতে উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানার ওসি আব্দুর রকিবসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতির শিকার সাহাপুর গ্রামের আখন্দ বাড়ির লোকজন জানায়, ফয়েজ আহাম্মদ, মোহাম্মদ আলী ও ডাঃ ফারুকের ঘরে রোববার গভীর রাতে একদল অস্ত্রধারী ডাকাত হানা দেয়। তারা পাকা ভবনের ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ফয়েজ আহাম্মদের পিতা মোস্তাক আহমেদ ও ডাঃ ফারুকের ঘরে তার মাতাকে বেঁধে এবং পরে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি ঘরের আলমিরা থেকে নগদ ২ লক্ষ টাকা, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে। ডাকাতির সময় বাধা দেয়ায় ডাকাতরা আলিফ খান (৪০)কে কুপিয়ে আহত করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাধা দিলে আব্দুর রহমান কামাল নামে আরো একজন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেন জানান, সাহাপুর গ্রামে এই ঘটনা নিয়ে দুটি ডাকাতির ঘটনা ও নেশা খাইয়ে অচেতন করার ঘটনা ঘটলো।
ফয়েজ আহাম্মদ ও মোহাম্মদ আলীর পিতা মোস্তাক আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।