ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি ও বার্ষিক পুরস্কার বিতরণ
ইনার হুইল ক্লাব চাঁদপুর সেন্ট্রালের পাঁচটি পুরস্কার অর্জন


ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর অ্যাসেম্বলি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৯ জুন শনিবার সকাল ১০টায় ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নাঈমা মোশারফ সক্রিয় প্রেসিডেন্টের পুরস্কার অর্জন করেন। সক্রিয় সেক্রেটারী হিসেবে পুরস্কৃত হন তাছলিমা মুন্নী। ইনার হুইল ক্লাব অব চাঁদপুরকে ক্লাব ভিজেটে সেরা ঘোষণা করা হয়। এছাড়াও ৩টি ক্যাটাগরিতে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল সেরা পারফর্মার হিসেবে পুরস্কৃত হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে : সার্ভিস ফর এডুকেশন (শিক্ষা সেবা), হেলথ এন্ড নিউট্রিশন (স্বাস্থ্য ও পুষ্টি), শেল্টার এন্ড রিহেবিলিটেশন (আশ্রয় ও পুনর্বাসন)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট অধ্যক্ষ মাহমুদা খানম, প্রেসিডেন্ট নাঈমা মোশারফ, সেক্রেটারী মিতু আক্তার (২০১৯-২০২০) এবং ঢাকা ইস্কাটন ক্লাবের সেক্রেটারী মোর্শেদা নাসির।