• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও পুরস্কার বিতরণ

প্রকাশ:  ০১ জুলাই ২০১৯, ০৮:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রতি বছরের ন্যায় এ বছরও গত ২৮ জুন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপনায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৮-এ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আইফা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সংস্থার পরিচালক মুহাম্মদ ইমাম হোসাইন রেজার সঞ্চালনায় এবং সমন্বয়ক রিয়াজুল করিম বাছিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী জিএস তছলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ মাজুদা বেগম। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান এইচএম শহীদ উল্যাহ। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ নূরুল আলম মামুন, মুহাম্মদ নূরে আলম ফরাজী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আদর্শ চরিত্রে চরিত্রবান হওয়ার জন্যে শিক্ষার কোনো বিকল্প নেই। সুশিক্ষা অর্জন ব্যতীত কোনো জাতি সফলতা অর্জন করতে পারেনি। তাই তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতোক মা-বাবা সন্তানকে সুশিক্ষা দিতে হবে এবং সন্তানদের তাই শিক্ষা নিতে হবে। প্রধান বক্তা বলেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় একমাত্র প্রতিভা খুঁজে বের করা এবং তাদেরকে অনুপ্রেরণা দিয়ে সঠিক শিক্ষা অর্জনসহ জাতির সকল ক্লান্তি দূর করার জন্যে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশে ফরিদগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওঃ জহিরুল ইসলাম, মাওঃ মোশাররফ হোসাইন, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সারা বাংলাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের অধীনে ফরিদগঞ্জ উপজেলায় ৩টি কেন্দ্রে প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৪টি গ্রুপে অনুষ্ঠিত হয়। যার ফলাফল গত ১ মার্চ কেন্দ্রীয় পরিচালনা বোর্ড থেকে প্রকাশিত হয়।