• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ

প্রকাশ:  ৩০ জুন ২০১৯, ০৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহপালিত পশু (ছাগল) বিতরণ করা হয়েছে। গত ২৭ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কর্তৃক বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনমূলক প্রকল্পের অংশ হিসেবে এ ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনসহ কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, জাটকা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব। জাটকা ধরা নিষিদ্ধ সময় এবং মা ইলিশ আহরণের নিষিদ্ধ সময়ে নদীতে জাল ফেলা যাবে না। এ আইন সকলে মেনে চলবেন। তিনি আরো বলেন, সরকার জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে, বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উপকরণ দিচ্ছে। তাই মৎস্য আইন সকলে মেনে চলবেন। একেকটি মা ইলিশ ৩০ লাখ ডিম দেয়। ইলিশ জাতীয় সম্পদ, একে রক্ষা করা সকলের দায়িত্ব।