• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বালিয়া ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা

প্রকাশ:  ২৩ জুন ২০১৯, ০৯:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার বালিয়া  ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুন শনিবার  বিকেলে বালিয়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার  কমিউনিটি পুলিশিং  ইন্সপেক্টর (সিপিআই) মোঃ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ  জিন্নাহ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক।
সভায় বালিয়া  ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি গঠন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনার উপর আলোচনা হয়। যারা সমাজের আইনশৃঙ্খলা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে তাদেরকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া মহল্লার বিভিন্ন স্তরের কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ ও সকল ইউপি মেম্বারসহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সর্বাধিক পঠিত