• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আজ চাঁদপুরে ৫ম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

প্রকাশ:  ২২ জুন ২০১৯, ০৮:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলার ব্যবস্থাপনায় ৪দিনব্যাপী ৫ম জেলা কাব ক্যাম্পুরী আজ ২২ জুন শনিবার উদ্বোধন হবে। বিকেল ৪ টায় চাঁদপুর স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাহাব উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলা শাখার সম্পাদক অজয় ভৌমিক।
উল্লেখ্য, ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামে এই কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে।

 

সর্বাধিক পঠিত