মরহুম আহমেদ হোসাইন রুশদীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মহৎ লোকদের কর্মকে স্বীকার না করলে আমরা অকৃতজ্ঞ হবো : সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান


চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নস্থ শাহতলী কামিল মাদ্রাসা, জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিশিষ্ট শিক্ষাবিদ ও জিলানী চিশতী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মাওঃ এটি আহমেদ হোসাইন রুশদীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় জিলানী চিশতী কলেজের এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের হলরুমে কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপ্রধানে এবং ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিংবডির সদস্য মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীতে কিছু আলোকিত মানুষ জন্মায়। আর সেই আলোকিত মানুষরাই সমাজসেবা করে থাকেন। তেমনি এটি আহমেদ হোসাইন রুশদী ছিলেন একজন আলোকিত মানুষ। তিনি শিক্ষার আলো ছড়িয়েছেন দেশের বিভিন্ন স্থানে। আমরা যদি মহৎ লোকদের কর্মকে স্বীকার না করি, তাহলে আমরা অকৃতজ্ঞ।
তিনি বলেন, এতদ্বঞ্চলে তিনি এই কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন বলেই আমাদের সন্তানরা পড়ালেখা করতে পারছে। এটি একটি মহৎ কাজ। বর্তমানে সাংবাদিক সোহেল রুশদী এ প্রতিষ্ঠানগুলোর হাল ধরেছেন। অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব যদি ভালো কাজ না করতেন তাহলে তাঁর উত্তরসূরীদের আজ মানুষ সম্মান করতো না। আমার ওনাকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। নতুবা আমরা অকৃতজ্ঞ হবো। আমাদের সকলের ভালো কাজ করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সমাজের কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল কাশেম দুলু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মোশারফ হোসেন তালুকদার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, শাহতলী কামিল মাদ্রাসার ২য় মোহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনির হোসেন, হোসেন মেম্বার, পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, জিলানী চিশতী কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, শাহতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার মোঃ সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার মিসেস ফিরোজা বেগম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক ক্বারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন আল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা ফাহিমা জাহান, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তালুকদার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি প্রমুখ।
দিবসের শুরুতে সকালে মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর কবর জিয়ারত করেন আমন্ত্রিত অতিথিবৃন্দসহ মুসল্লিগণ।
আলোচনা সভার শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি নূরুল ইসলাম নাজিম দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন।