চাঁদপুর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধন


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি, ১৪ জুন ২০১৯ অপরাহ্নে সরকারি শিশু পরিবার চাঁদপুর আসেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধন করেন ও পরে পুরো কর্ণার ঘুরে দেখেন। তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তিনি শিশুদের সাথে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেন ও শিশুদের আবদার শুনেন।
তিনি শিশুদের আমাদের গৌরবময় ইতিহাস, মহান ত্যাগ ও সংগ্রামের কথা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও সংগ্রাম সম্পর্কে জানা, অনুপ্রাণিত হওয়া, নিজেদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য উপদেশ দেন। পরবর্তীতে তিনি আবারও শিশু পরিবারে আসবেন মর্মে প্রতিশ্রুতি দেন। শিশুরা মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়কে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠে। তিনি শিশুদের বিকেলের নাস্তার জন্য মৌসুমি ফল আম ও লিচু এবং রাতের খাবারের জন্য বিরিয়ানি পাঠান।