চাঁদপুরে জেলা ইজতেমার আজ আখেরি মুনাজাত
প্রকাশ: ১৫ জুন ২০১৯, ০৮:৩৭
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুরে তাবলীগ জামাতের জেলা ইজতেমার আখেরি মুনাজাত আজ শনিবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ জুন) বাদ আছর থেকে চাঁদপুর শহরের পুরাণবাজার জামে মসজিদে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা। ১৫ জুন শনিবার বেলা দশটার সময় অনুষ্ঠিত হবে আখেরি মুনাজাত। দোয়া ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন ঢাকা কাকরাইল মসজিদের শীর্ষস্থানীয় মুরুব্বী মাওলানা আশ্রাফ আলী।
তাবলীগ জামাতের মুরুব্বিরা তিনদিনব্যাপী এ ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান করেন। ইজতেমায় জেলার ৮টি উপজেলা থেকে বিপুল সংখ্যাক ধর্মপ্রাণ মুসল্লি এবং বিদেশী মেহমান সাথী ভাইয়েরা যোগ দেন।