চাঁদপুর মেঘনায় নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার


নিখোঁজ কলেজ ছাত্র রাশেদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৩ জুন) সকালেচাঁদপুরের মেঘনা নদী থেকে রাশেদুলের ইসলাম রাফি (১৮) এর মৃতদেহ উদ্ধার করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বুধবার দুপুরে মেঘনা নদীতে জেগে উঠা চরে ভ্রমনে আসে কুমিল্লার ৮ কলেজ
শিক্ষার্থী। এক পর্যায় তারা সবাই চরের মেঘনা নদীতে গোসল করছিল । এ সময় সাঁতার না জানার কারণে নিখোঁজ হয় শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি। সে কুমিল্লা বিজ্ঞান
কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। রাশেদুল ইসলাম এর বাবা রফিকুল ইসলাম রামগঞ্জ উপজেলার বন কর্মকর্তা হিসেবে কর্মরত।নিহত রাফির স্বজনরা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো ক্রিকেট খেলতে যায় রাশেদুল ও তার সহপাঠীরা। সেখান থেকে পরিবারকে না জানিয়ে মেঘনা নদীতে ঘুরতে তারা চাঁদপুর চলে আসে।
তিনি আরো জানান, রাশিদুল এর বাবা ছেলের শোকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন। রাশিদুলের চাচা ও স্বজনরা লাশ গ্রহন করে কুমিল্লায় নিয়ে গেছেন।চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন,খবর পেয়ে আমাদের ডুবুরি মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।