চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে সিএনজি চালকের জরিমানা
প্রকাশ: ১১ জুন ২০১৯, ২৩:৪৫
নিজস্ব প্রতিবেদক


সিএনজি অটোরিক্সার ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় চাঁদপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সিএনজি চালকের জরিমানা করা হয়। গতকাল ১১জুন মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রাঙ্গনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রাম্যমানআদালতের মাধ্যমে ২৬টি সিএনজিতে মামলা ও চালকদের কাছ থেকে ১২হাজার ৪ শত টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স ও বৈধকাগজপত্র না থাকায় এ জরিমানা প্রদান করা হয়।এসময় বিপদজনকভাবে গাড়ি না চালানোর জন্যসহ মটরযান অধ্যাদেশ বিষয়ে সচেতনতারলক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনির্বাহী ম্যাজিস্ট্রেট কা তেমা।