রূপসী রোটার্যাক্ট ক্লাবের পূর্ণাঙ্গ বোর্ড গঠন


গত ১১ মে ২০১৯ বুধবার রোটারী আন্তর্জাতিক যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর ২০১৯-২০ রোটাবর্ষের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হয়েছে। চাঁদপুর রোটারী ভবনে আয়োজিত ক্লাবের ৯ম বোর্ড সভায় ক্লাব সভাপতি (২০১৮-১৯) রোঃ অনয় দেবনাথ ধ্রুবের সভাপ্রধানে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি ২০১৯-২০ রোটাবর্ষের বোর্ডের সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার ও উক্ত ক্লাবের স্পন্সরিং রোটারী ক্লাব অব চাঁদপুরের বর্তমান সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু।
সভায় নির্বাচনের মাধ্যমে রোঃ প্রশান্ত কুমার সাহা (নিশান) সভাপতি এবং রোঃ বিশ্বজিৎ সাহা সচিব হিসেবে নির্বাচিত হন। সভায় ক্লাব উপদেষ্টা ও ক্লাব প্রশিক্ষক হিসেবে মনোনীত হন যথাক্রমে অতীত সভাপতি রোঃ দেবান দত্ত ও রোঃ সৈকত পাল। এছাড়াও সহ-সভাপতি হন রোঃ সুদীপ সরকার ও রোঃ অনিক চৌধুরী, যুগ্ম সচিব রোঃ কুলদ্বীপ মালাকার ও রোঃ সুশান্ত সাহা, কোষাধ্যক্ষ রোঃ অংকন পোদ্দার, প্রকাশনা সম্পাদক রোঃ অরিন্দম আচার্যী, ক্লাব সেবা পরিচালক রোঃ খান আতাউর রহমান রিমন, পেশা উন্নয়ন পরিচালক রোঃ রানা দাস, অর্থ বিষয়ক সেবা পরিচালক রোঃ জুবায়দুর রহমান, আন্তর্জাতিক সেবা পরিচালক রোঃ তানজিল হাসান, সমাজসেবা পরিচালক রোঃ সুমাইয়া, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস্ রোঃ রূপক সাহা, সার্জেন্ট অ্যাট আর্মস্ রোঃ মাহাবুব রহমান, রোঃ শিশির সাহা ও রোঃ আবুল বাশার নোমান।