বালিয়ার চেয়ারম্যান তাজুল ইসলামের পিতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত


চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের পিতা হাজী লুৎফুর রহমান মিজির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ঈদের দুদিন পর গত শুক্রবার ধর্মীয় আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে চেয়ারম্যান তাজুল ইসলাম গুলিশা গ্রামের নিজ বাড়িতে বাদ জুমা দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওঃ আঃ কাদির। সবশেষে উপস্থিত সবার মাঝে খাবার পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মরহুমের আরেক ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও বালিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলামসহ সাত ছেলে, অন্য আত্মীয়স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ীমী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।