• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলবে অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ

প্রকাশ:  ০৯ জুন ২০১৯, ১৩:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব-অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত সোমবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ১৫৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিম পাটোয়ারীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মবিন সুজন প্রধান।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আলম পান্নার যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার ও কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি এমএ কাইয়ুম কিরণ মজুমদার, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ ইউসুফ পাটোয়ারী, ইউনিভার্স কলেজের প্রভাষক ফার্মাসিস্ট মোঃ ফারুক হোসাইন, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সায়েম মাস্টার, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব প্রমুখ।
ইফতারের পূর্বে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনার করেন গোবিন্দপুর মোজাদ্দেদীয়া দরবার শরীফের পীর ছাহেব পীরে কামেল শাহ্ সুফি হাফেজ সৈয়দ নেছার আহম্মেদ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত