চাঁদপুরে ঈদুল ফিতর উদযাপিত


বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের সর্বত্র মুসলমানদের অন্যতম ধর্মিয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃষ্টি না হওয়ায় ঈদের নামাজ মাঠে অনু্ষ্ঠিত হয়। অনুকূল পরিবেশ বিদ্যদান থাকায় বুধবার ঈদের দিন সবাই ঈদ উৎসব আনন্দে মেতে উঠে ।সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনু্ষ্ঠিত হয় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে। নামাজে ইমামতি করেন বাহাদুরপুরের পীর ও বাংলাদেশ ফরাজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।জেলা প্রশাসক মাজেদুর রহমান খান,পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা এবং ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন।
পরে বিভিন্ন সময় চাঁদপুর সরকারি কলেজ,আউটার স্টেডিয়াম,চিশতিয়া জামে মসজিদ,বেগম জামে মসজিদ,বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠ,পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠসহ চাঁদপুরে প্রায় ২'শ স্থানে ঈদের জামাত অনু্ষ্ঠিত হয়েছে।পুরাণবাজার মধুসূদন স্কুল মাঠে ঈদের নামাজ পড়ান স্থানিয় বড় মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম খলিল।খুৎবা পাঠ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে স্থানিয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির জন্যও দোয়া করা হয়েছেনামাজ শেষে সকল ভেদাভেদ ভুলে বিভিন্ন এতিমখানা, জেলখানা ও দুস্থদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়।