শাহরাস্তিতে অংকুর রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও আলোচনা সভা


শাহরাস্তিতে অংকুর রক্তদান সংস্থার উদ্যোগে শনিবার বিকেলে মেহার প্যারাডাইস কফি হাউসে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ আব্দুল আউয়ালের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এসএম মায়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংস্থার উপদেষ্টা অধ্যাপক মাওঃ আবুল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তফা কামাল ও শিক্ষানুরাগী হাফেজ মোঃ শাহ জালাল। এ সময় উপস্থিত ছিলেন অংকুর রক্তদান সংস্থার সহ-সভাপতি সাংবাদিক মোঃ মাহবুব আলম, যুগ্ম সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, কার্যকরী সদস্য মোঃ দাউদ খান, মোশ আবু সুফিয়ান, মোঃ নাঈম, মোঃ রহমতউল্লাহ, মোঃ কামাল হোসেন, মোঃ মাইন উদ্দিন, মোঃ আব্দুর রহমান, মোঃ মোস্তফা কামাল প্রমুখ।