চাঁদপুরে জাবিয়ান মিলনমেলা ও ইফতার মাহফিল


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁদপুরে জাবিয়ান মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে শুক্রবার চাঁদপুর শহরের ‘রসুইঘরে’ এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
‘চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ কর্তৃক আয়োজিত এ ‘ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। জাবি আইআইটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল করিম পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, উপাধ্যক্ষ অসিত বরণ দাস প্রমুখ।
সংগঠনের সভাপতি মঈনউদ্দিন রানা ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।