• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওয়ান মিনিটসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ:  ২৩ মে ২০১৯, ০৯:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং ভ্রাম্যমাণ আদালত চাঁদপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে। এ সময় শহরের কালিবাড়ি এলাকার ৫টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন, আবিদা সিফাত, জেলা স্যানিটেশন ইন্সপেক্টর এসএম সাইফুদ্দিন ও পুলিশ সদস্যদের সমন্বয়ে বাজার মনিটরিংয়ের এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় প্রেসক্লাবের সড়কের প্রসিদ্ধ মিষ্টি প্রতিষ্ঠান ওয়ান মিনিটে খাবারের মূল্য তালিকা না থাকায় ও খাদ্য সামগ্রীতে ভেজাল থাকার দায়ে ১০ হাজার টাকা, কৃষ্ট ক্যাফে ২ হাজার টাকা, হেভেন রেস্তোরাঁয় পঁচা-বাসি খাবার সংরক্ষণ রাখায় এবং মুরগির মাংস আধাভাজা করে ফ্রিজে সংরক্ষিত করে রাখার দায়ে ১০ হাজার টাকা, আলাউদ্দিন ভূঁইয়ার মালিকানাধীন ভূঁইয়া ফল বিতানে মূল্য তালিকা না থাকা ও ফলে পচন ধরায় ১০ হাজার টাকা, আল-হেলাল হোটেলের ফ্রিজের মধ্যে মাছ মাংসের সাথে খাদ্য সংরক্ষণ করার দায়ে ৫ হাজার টাকাসহ এনডিসি মাহবুবুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট এই ৫টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় তাজুল ফল দোকান, হাবিব স্টোরসহ বেশ কয়েকটি দোকান মালিককে হুঁশিয়ারি করা হয়।

 

সর্বাধিক পঠিত