চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে দুই শিশু উদ্ধার
চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে দুই শিশুকে উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার দুপুরে টার্মিনালে ঘোরাফেরা করার সময় টহল পুলিশের নজরে আসে শিশু দুইটি।
এ সময় তাদেরকে চাঁদপুর নৌ পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে শিশু দুইটি জানায়, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চে ওঠে তারা। এদের মধ্যে রিফাত নামের একজনের বয়স আট এবং সিফাত নামের অন্যজনের বয়স ছয় বছর। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, শিশু দুইটির বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। তারা দুইজন আপন ভাই। বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম লিনা বেগম। এর বেশি তারা কোনো তথ্য পুলিশকে জানাতে পারেনি।
চাঁদপুর নৌপুলিশ থানার ওসি আবুল হাসেম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু দুইটি তাকে জানায়, খেলার ছলে নারায়ণগঞ্জ থেকে লঞ্চে উঠে পড়ে তারা। সকালে চাঁদপুর টার্মিনালে কান্নাকাটি করলে তারা টহল পুলিশের নজরে আসে।
ওসি আরো জানান, নিরাপদ হেফাজতের জন্য শিশু দুইটিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ফারহানা আমিন বলেন, 'প্রকৃত অভিভাবক না পাওয়া পর্যন্ত তাদের হেফাজতেই থাকবে শিশু দুইটি। পরে অভিভাবকরা নিতে এসে শিশু দুটিকে ফেরত দেওয়া হবে।কালের কণ্ঠ