• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমাদের স্বপ্ন দেখতে হবে, তবেই তার বাস্তবায়ন সম্ভব

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদগঞ্জ কর্তৃক বাস্তবায়নাধীন ন্যাশনালর্ সাির্ভস কর্মসূচির তিন মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। সোমবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার একটি প্রশিক্ষিত যুব সমাজ চায়, যাদের মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ রূপে গড়া সম্ভব। ঘরে ঘরে চাকুরি দেয়ার জন্যে সরকার যে ঘোষণা দিয়েছে ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে তার বাস্তবায়ন করছে। ফরিদগঞ্জে এই সার্ভিসের মাধ্যমে আজ এখানে যুব সমাজের মানসম্পন্ন অংশ জড়ো হয়েছে।

তিনি বলেন, আমাদের স্বপ্ন দেখতে হবে, তবেই তার বাস্তবায়ন সম্ভব হবে। কারণ, তিন মাসব্যাপী এই মৌলিক প্রশিক্ষণ ও দুই বছরের সংযুক্তি আপনাদেরকে স্বপ্ন দেখার প্রেরণা যোগাবে। আপনাদের মনে রাখতে হবে, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার স্রোতে সকলকেও এগিয়ে যেতে হবে। সেই দিন বেশি দূরে নয়, বাংলাদেশে চাকুরি করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সরকার দেশের যুব সমাজকে কর্মে লাগাতে দেশের প্রতিটি জেলায় হাইটেক পার্ক, একশ'টি অর্থনৈতিক জোন আগামী কয়েক বছরের মধ্যে তৈরি করবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামছুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন হোসেন, ফরিদগঞ্জ এআর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল প্রমুখ।

সূত্রঃ চাঁদপুর কন্ঠ