• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসেন জিয়াউর রহমান

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, যারা স্বাধীনতাবিরোধী আর যুদ্ধাপরাধীদের পক্ষে ছিলেন, যারা একাত্তরের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদের ফিরিয়ে এনে শুধু সামাজিকভাবে নয় রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসিত করে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসেন জিয়াউর রহমান।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত ‌‘মুজিব দর্শনে উন্নত বাংলাদেশের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, তারা এখনও বলার চেষ্টা করেন যে, বঙ্গবন্ধুকে হত্যার পর কোনো প্রতিবাদ হয়নি...বঙ্গবন্ধুকে হত্যার পর যদি কোনো প্রতিবাদ-প্রতিরোধ নাই হবে তাহলে বঙ্গবন্ধুর সহকর্মী যাদের প্রলোভন বা ভয় দেখিয়ে মোশতাকের (খন্দকার মোশতাক) কেবিনেটে নেয়া গেলো তারা ছাড়া বাকিদের হয় হত্যা করা হয়েছে নয়তো কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তারা দীর্ঘদিন কারাগারে নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহচরকে হত্যা করা হয়েছে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. নাছিম আখতার।