• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী আইসিইউতে

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৫, ১০:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার, তাদের মেয়ে ও জামাই আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালামত মিয়াজি বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম শনিবার বিকেলে মেয়ের শ্বশুরবাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে রাস্তার ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাদেরকেও ভিমরুল কামড়ে আহত করে।

সেখান থেকে তাদের উদ্ধার করে সালামত মিয়াজি ও তার স্ত্রীকে বারডেম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সেলিনা আক্তার অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শাউনী আক্তার ও তার স্বামী উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি আছেন। স্থানীয় ইউপি সদস্য মো. মানিক মিয়া বলেন, ধারণা করা হচ্ছে উপর থেকে পাখি ভিমরুলের বাসায় আঘাত করেছে। ঘটনাটি হৃদয়বিদারক। এমন মৃত্যু খুবই কষ্টের।