• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কুমিল্লায় গণপিটুনিতে মাদকসম্রাজ্ঞী রূবিসহ তিনজন নিহত

প্রকাশ:  ০৩ জুলাই ২০২৫, ১৭:৪১ | আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭:৫৪
মো. বিল্লাল হোসেন
প্রিন্ট
কুমিল্লা জেলার, মুরাদনগর উপজেলার ২নং আকুবপুর ইউনিয়ন এর কড়ুইরাঁড়ি গ্রামে গণপিটুনিতে মা, ছেলে ও মেয়েসহ তিনজন নিহত হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো : রুকসানা আক্তার রুবি (৫৩) তার ছেলে রাসেল মিয়া( ৩৫), মেয়ে জোনাকি আক্তার (৩০) গুরুতর আহত আরেক বড় মেয়ে (৩২) ঘটনার সূত্রপাত যেভাবে, গত ৩/৪দিন আগে হায়দরাবাদ গ্রামের মাদকাসক্ত মনির হোসেন রুবির মেয়ের জামাই এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির সময় হাতে নাতে ধরে ফেলে, এতে রুবি খবর পেয়ে তার দলবল নিয়ে শিক্ষকসহ শিক্ষকের ৭৫ বছর বয়সী পিতাকে মারধর করে এবং শিক্ষককের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করে, এতে এই গ্রামবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এই রুবি এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। এলাকার এক মুরব্বী বলেন, রুবি গত ৩০ বছর যাবৎ প্রশাসন কে মেনেজ করে মাদক ও দেহ ব্যবসা করে যাচ্ছেন। তার ভয়ে কেউ কথা বলার সাহস পায়নি। এমনি স্কুল শিক্ষকসহ অসংখ্য মানুষ এর প্রতিবাদ করলে তাকে মামলা হামলার শিকার হতে হতো। এলাকার অনেকের সাথে কথা বলে জানা যায়, রুবি দুর্দর্শ প্রকৃতির মহিলা ছিলেন। এলাকার মেন্বার চেয়ারম্যান ও সুশীল সমাজে কাউকে তিনি তোয়াক্কা করতেন না। এলাকার যুবসমাজ প্রায় ধবংসের দারপ্রান্তে। এলাকায় মাদক ব্যবসা, চুরি, ডাকাতির মূলহো ছিলো এই রুবি। ২ নং আকুবপর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিমুল বিল্লালের ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।লোক মুখে শুনা যায় চেয়ারম্যান মাদকের ও তার অনৈতিক কাজের প্রতিবাদ করার কারনে তাকে ও একাধিকবার হেনস্থার শিকার হতে হয়েছে। এক ভুক্তভোগী জানান, হামলা মামলার ভয়ে কথা বলার সাহস পাইনি, রুবি কিছুদিন আগে স্থনীয় এক মেন্বারের ঘুশি মেরে নাক ফাটিয়ে ফেলেছে।একাধিক বিবাহিতা নারী মাদক সম্রাজ্ঞী রুবির বিশাল বিত্তবৈভবের সন্ধান পাওয়া গেছে ৫তলা বাড়ি জায়গাসহ অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছে। কিছুদিন আগে ও তার কিছুই ছিলো না। মুরাদনগর উপজেলার বাংগরা থানার ওসি ৩ জন নিহত ও একজন গুরুতর আহতের কথা বলেন এবং লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লায় পাঠানোর ব্যবস্থা করছেন। ওসি সাহবেকে মব হয়েছে কিনা বললে তিনি বলেন তদন্ত করে বলতে পারবো। উল্লখ্য যে,বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার এলাকা।

সর্বাধিক পঠিত