• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু

প্রকাশ:  ৩১ মার্চ ২০২১, ০৮:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মরলো শিশু আরিফা (২)। ৩০ মার্চ মঙ্গলবার বিকেলে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের লোধপাড়া তালুকদার বাড়িতে। আরিফা চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের মিজি বাড়ির কাঠমিস্ত্রী ইয়াছিন মিজির বড় মেয়ে।
বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ড (লোধপাড়া) ইউপি সদস্য মানিক মিয়াজী ওরফে কালা মানিক জানান, শিশুটি আরো কদিন আগে তালুকদার বাড়ি তথা নানার বাড়িতে বেড়াতে আসে। এদিন বিকেলে বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। কিছুক্ষণ পরেই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি তালুকদার বাড়ির রতন তালুকদারের মেয়ের ঘরের নাতনি। আরিফারা দুই বোনের মধ্যে বড় ছিলো।
ইউপি সদস্য মানিক মিয়াজী আরো জানান, মেয়ের মৃত্যুর খবর পেয়ে শিশুটির বাবা হাজীগঞ্জ থানায় লিখিত দিয়ে লাশ নিজ বাড়িতে তথা কামরাঙ্গা গ্রামে নিয়ে গেছে। রাতেই শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, শিশুটির বাবার আবেদনের ভিত্তিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়ায়েব আহমেদ সিদ্দিকী জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটি মারা গেছে।

 

 

সর্বাধিক পঠিত