ফরিদগঞ্জে কিশোর গ্যাং সন্দেহে আটক ২০
ফরিদগঞ্জে কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কিশোর গ্যাং সন্দেহে ২০ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, উপজেলার চরমথুরা, ধানুয়া, গাজীপুর, বটতলী, উত্তর কেরোয়া ও চরবসন্ত এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় কিশোর গ্যাং সন্দেহে মেহেদী হাছান (১৭), আব্দুল মমিন (১৫), শুভ আহমেদ (১৭), মেহেদী হাছান (১৭), রাহাদ হাজী (১৫), সুজন (১৭), রনি (২০), তামিম (১৭), সাকিব পাটওয়ারি (২৩), জুয়েল (২১), মানিক (১৬), শরিফ(১৮) রাছেল (২২), আমান উল্লা (২০), কাউছার (১৭), রামিম (১৮), শাহাউদ্দিন (১৭), সাকিব হোসেন (১৮), রিয়াদ (১৬) ও মিন্টু বেপারী (১৮) কে আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনী ব্যবস্থা নেয়া হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আমি ফরিদগঞ্জবাসীকে কিশোর গ্যাং মুক্ত একটি উপজেলা উপহার দিতে চাই। আমি মিডিয়ার মাধ্যমে অভিভাবকদের জানাতে চাই, আপনার সন্তানের ওপর নজর রাখুন। কোনো অবস্থাতেই তারা যেনো অকারণে সন্ধ্যার পর ঘরের বাইরে বের না হয়। তিনি ২০ জনকে আটকের কথা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।