• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৪

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সদরস্থ চতুরা এলাকায় সিএনজি অটোরিকশা বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে সিএনজি অটোরিকশাটি উল্টে গেলে সিএনিতে থাকা চারজন গুরুতর আহত হয়। আহতরা হলেন : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উলফাত নগর এলাকার নুর হোসেনের স্ত্রী হোসনেআরা, ছেলে মোঃ সুমন (৩৭), একই এলাকার শহীদ হোসেনের স্ত্রী সুমী আক্তার (৩০) এবং একই উপজেলার সায়েস্তা নগর এলাকার ইউসুফের স্ত্রী আছমা (১৮)।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের নিজ জেলা লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সর্বাধিক পঠিত