নিখোঁজ সংবাদ
শরীয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের খান বাড়ি থেকে সায়েম খান নামের একটি ছেলে হারিয়ে গেছে। তার বয়স আনুমানিক ১৩ বছর। গায়ের রং শ্যামলা, মুখম-ল গোলাকার, মাথার চুল ছোট, শরীরের গঠন স্বাভাবিক। সে গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাড়ি থেকে বাবা মায়ের সাথে অভিমান করে চলে যায়। তার বাবা ও মা মৃত্যু শয্যায়। তাকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজেছে তার নিকট আত্মীয়রা। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কোন হৃদয়বান ব্যক্তি তাকে খুঁজে পেলে উপযুক্ত পুরস্কার দেয়া হবে।
তার বাবার নাম শহীদুল্লাহ খান, গ্রাম : খান বাড়ি, থানা : সখিপুর, জেলা : শরীয়তপুর। কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭২৬১২৯৭৫৬, ০১৭১২৭৩৩৭১৩, ০১৮১৩১৯৩৯৪১ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।