• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর স্টীমার ঘাট সংলগ্ন যাত্রী বিশ্রামাগারে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল সোমবার ভোরে চাঁদপুর স্টীমারঘাট সংলগ্ন যাত্রী বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত রেলওয়ের একটি গোডাউনে আনুমানিক আশি বছর বয়সী অপরিচিত এক বৃদ্ধ মারা যান। তার কোনো ওয়ারিশ না থাকায় চাঁদপুর রেলওয়ে থানা ও মডেল থানার কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর শফিকুল ইসলামের সাথে আলোচনা করে কমিউনিটি পুলিশ অঞ্চল-৭-এর সভাপতি শাহ আলম মলি্লক জনসাধারণের সহায়তায় রেলওয়ে কবরস্থানে বাদ জোহর নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করেন। দাফন কাজে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজালাল মিজি, কমিউনিটি পুলিশ অঞ্চল-৭-এর সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামসহ স্থানীয় জনসাধারণ সহায়তা করেনন। শহীদুল ইসলাম ভূঁইয়া, স্বপন বেপারীসহ একদল কিশোর লাশ কবরস্থানে নেয়া, গোসল করানো এবং কবরস্থ করার কাজে সার্বিক সহায়তা করে।

সর্বাধিক পঠিত