আজ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ৩৮৫ বন্দি
করোনভাইরাসের কারণে কারাগারকে থেকে বন্দী মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে ১৭০ জন বন্দী মুক্তি পেয়েছেন।
আজ রবিবার (৩ মে) ৩৮৫ জন বন্দি মুক্তি পাবেন বলে কারা সূত্র নিশ্চিত করেছে। সারা দেশের লঘুদণ্ডে দণ্ডিত মুক্তির তালিকাভুক্ত দুই হাজার ৮৮৪ কয়েদিকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে।
কারা অধিদপ্তরের অতিরিক্ত আইজি প্রিজনস কর্নেল আবরার হোসেন বলেন, মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
কারা সূত্র জানায়, প্রথম দিনে সারা দেশে মোট ১৭০ জন মুক্তি পেলেন। গত রাতে ঢাকা জেল থেকে মুক্তি পেলেন ৬ জন সাজাপ্রাপ্ত কয়েদি। করোনায় কারাগার থেকে বন্দী মুক্তি দেওয়ার জন্য লঘু দণ্ডপ্রাপ্ত বন্দিদের তালিকা কারাগার থেকে পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাচাই-বাছাই শেষে বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী বন্দিমুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
এক কারা কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।