প্রবীণ হিতৈষী সংঘের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চাঁদপুর শাখা কর্তৃক গতকাল ১৮ জানুয়ারি শনিবার অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার লক্ষ্যে সংস্থার কার্যনির্বাহী কমিটির এক সভা বিপণীবাগ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান এবং সভা পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক। সভায় সংস্থার উন্নতিকল্পে কতিপয় বিষয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রবীণ হিতৈষী সংঘ চাঁদপুর জেলা কার্যালয়ের জন্যে ভূমি প্রাপ্তির লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট আবেদন করতে সাধারণ সম্পাদককে পরামর্শ দেয়া হয়। এ ছাড়া নিয়মিত মাসিক কার্যনির্বাহী পরিষদ সভা, প্রত্যেক কার্যনির্বাহী সদস্যদের প্রত্যেককে ৩/৫ জন করে সদস্য তালিকাভুক্তি করার জন্য অনুরোধ করা হয়। আগামী সাধারণ সভা ও ইফতার মাহফিল করার প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হককে অনুরোধ করা হয়।
সভাশেষে কার্যনির্বাহী সদস্যদের স্ব স্ব এলাকায় শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বজনাব ইকরাম চৌধুরী (সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব), অধ্যাপক আহছানুজ্জামান মন্টু, প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, ড. এম.জি. ফারুক ভূঁইয়া, অধ্যক্ষ দেলোয়ার আহমেদ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক পৌর কমিশনার রেবেকা সুলতানা বকুল প্রমুখ।