• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণের চেষ্টায় আটক ২

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৯, ১১:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার লালদিয়ায় গ্রামবাসীর কারণে অপহরণ ও ধর্ষণের হাত রক্ষা পেল পিংকি নামে এক তরুণী। এ অভিযানকালে পুলিশ প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-১৮৪৯)সহ চালক মাসুম হোসেন (২২) ও রাসেল গাজী (২৪)কে আটক করে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সদর উপজেলার বাবুরহাট পেন্নাই সড়কস্থ লালদিয়া সড়ক এলাকায়। চাঁদপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ব্যাপারে তরুণী পিংকি মামলা না করায় একটি সমঝোতার চেষ্টা চলছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চর ফতেজংপুরের পিংকি বেগম গত ৯ দিন আগে স্বামীর সাথে ঝগড়া করে নারায়ণগঞ্জ চাষাঢ়ায় চলে যান। সেখানে সে একটি গার্মেন্টেসে চাকুরি শুরু করে। তার স্বামী সবুজ শেখ পেশায় জেলে। গতকাল মঙ্গলবার পিংকি বেগম সকালে নারায়ণগঞ্জ চাষাঢ়া থেকে কুমিল্লা রেলস্টেশনে বড় ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পথে পূর্ব পরিচিত মতলব এলাকার মাসুম কুমিল্লা পৌঁছে দিবে বলে প্রাইভেটকারে উঠতে বলে। পরে ড্রাইভার মাসুম কৌশল করে কুমিল্লা না নিয়ে মতলব হয়ে পিংকিকে চাঁদপুর নিয়ে আসছিল। সড়কে গাড়ি চলন্ত অবস্থায় পিংকিকে কুপ্রস্তাব দেয় বলে পিংকি জানায়। এক পর্যায়ে পিংকির সাথে তারা ধস্তাধস্তি শুরু করে। পরে মতলব রোডের লালদিয়া এলাকায় এ এলাকাবাসী গাড়িতে ধস্তাধস্তি করতে দেখলে তাদের গাড়ি থামায়। পরে পুলিশকে খবর দিলে চাঁদপুর মডেল থানার ইন্সিপেক্টর (কমিউনিটি পুলিশিং ও ইন্টেলিজেন্ট) আব্দুর রব তাদের উদ্ধার করে চাঁদপুর থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের কর্মকর্তা কামাল জানান, মতলব রোডের লালদিয়া সাদা প্রাইভেটকারের ভিতরে একটি মেয়ের সাথে ধস্তাধস্তি করতে দেখে আমরা মোটরসাইকেল দিয়ে গাড়ি থামাই ও থানা পুলিশকে বিষয়টি জানাই।
চাঁদপুর মডেল থানা ইন্সিপেক্টর (কমিউনিটি পুলিশিং ও ইন্টেলিজেন্ট) আব্দুর রব জানান, এলাকাবাসী আমাদেরকে খবরটি জানায়। পরে ঘটনাস্থল থেকে আমরা প্রাইভেটকারসহ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘটনাটি নিয়ে যাচাই-বাছাই চলছে। এ ব্যাপারে তরুণী মামলা করবে না বলে মামলা হচ্ছে না। তাদের অভিভাবক এসে বিষয়টি নিয়ে সমঝোতা করার চেষ্টা করছে। সমঝোতা হলে তাদেরকে ছেড়ে দেয়া হবে।

 

সর্বাধিক পঠিত