আজ শ্যামা দেওয়ালী কালী পূজা
সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদা আর উৎসবমুখর পরিবেশে আজ ২৭ অক্টোবর রোববার চাঁদপুরেও অনুষ্ঠিত হবে শ্রী শ্রী শ্যামা দেওয়ালী কালীপূজা। পূজা উদ্যাপনকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল আয়োজনই সম্পন্ন হয়েছে। মা কালী শক্তি ও শান্তির আরাধ্য দেবী। তিনি অন্যায়, অসুরত্ব বিনাশপূর্বক শান্তি ও ঐক্য স্থাপনের লক্ষ্যে পৃথিবীতে আবির্ভূত হন। সনাতন ধর্মাবলম্বী মানুষজন দেশ, জাতি আর নিজেদের সুখ-শান্তি কামনায় ভক্তি শ্রদ্ধা সহকারে তার কৃপা লাভে কালীমাতার পূজা দিয়ে থাকেন। বিশেষ করে দুর্গাপূজার পরে বৃহৎ পরিসরে শ্রী শ্রী শ্যামা দেওয়ালী কালী পূজা অনুষ্ঠিত হয়। প্রতিটি দুর্গা ম-পেই এ পূজা অনুষ্ঠিত হতে দেখা যায়। অনেক ম-পে দুর্গা পূজার মতই বিপুল আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। কালীপূজা অধিক রাতে অনুষ্ঠিত হয় বলে, পূজার দিন বা সময়ে ভক্তদের উপস্থিতি তেমন চোখে না পড়লেও কালী মায়ের রয়েছে প্রচুর ভক্ত। রয়েছে কালী মায়ের প্রচুর মন্দির। প্রতি অমাবস্যা নিশিতে কালী মায়ের পূজার আয়োজন করে থাকেন ভক্তবৃন্দ। এছাড়াও তিনি নিয়মিত পূজা পেয়ে থাকেন তার ভক্তদের কাছে।
আজ ২৭ অক্টোবর রাতে পূজা অনুষ্ঠিত হবে। সকালে ভোরের আলো ফুটে ওঠার পর থেকেই বিতরণ করা হবে প্রসাদ। সন্ধ্যারাতে প্রতিমা দর্শনে বের হবেন ভক্তবৃন্দ। কোনো কোনো পূজা ম-পে অনুষ্ঠিত হবে আরতি প্রতিযোগিতাসহ অসহায়দের মাঝে বস্ত্রদান কার্যক্রম। চাঁদপুর শহরের রামকৃষ্ণ আশ্রম, কালীবাড়ি মন্দির, কুন্ডের বাড়ী দুর্গা মন্দির, গোপাল জিউড় আখড়া, পুরাণবাজার বারোয়ারী মন্দির, হরিসভা কমপ্লেক্স, দাসপাড়া, পালপাড়া, হরিজন কলোনীসহ বিভিন্ন ম-পে ব্যাপকভাবে আয়োজন করা হয়েছে কালীপূজার। তবে প্রাকৃতিক বৈরী আবহাওয়ায় আয়োজকরা অনেকটাই হতাশ।