• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৯, ০৮:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ঢাকা থেকে মুন্সিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা মতলব এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেছে। এতে অল্পের জন্যে প্রাণ রক্ষা পায় বাসে থাকা যাত্রীরা।
জানা যায়, ১১ অক্টোবর সকাল ১০টায় ঢাকা থেকে মতলব এক্সপ্রেসের ঢাকা মেট্টো-ব-৫২৮৯ নম্বরের বাসটি প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে মতলবের মুন্সিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কের নওগাঁ নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পানিতে পড়ে যায়। এতে অনেক যাত্রী আহত হয়। আহত যাত্রীদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকার মাতুয়াইল হাসপাতালে নেয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। অন্য আহত যাত্রীরা মতলব দক্ষিণের নারায়ণপুর আধুনিক হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটির উদ্ধার কাজ চলছে।