• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সুপারি গাছ থেকে পড়ে শিশু গুরুতর আহত

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সুপারি গাছ থেকে পড়ে গিয়ে মেহেদী হাসান নামে ৮ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ডিউটি ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
২৩ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় ফরিদগঞ্জ চৌমুহনী বাজার সংলগ্ন ফজল আহম্মদ মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় রড মিস্ত্রি দুলাল মিজির ছেলে। ওইদিন সন্ধ্যার কিছু আগে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে আহত মেহেদীকে নিয়ে ঢাকায় রওনা হয়।
হাসপাতালের কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান জানান, শিশুর হেড ইনজুরি মারাত্মক। মাথা থেতলে নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছে।

 

সর্বাধিক পঠিত