অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে আটক ৪
হাজীগঞ্জ বাজার থেকে দেশে-বিদেশে বিভিন্ন টুর্নামেন্ট, প্রিমিয়ার লীগসহ অনলাইনে জুয়া খেলার দায়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে পুলিশ তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
রোববার রাতে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়াপট্টি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো রান্ধুনীমুড়ার আবু তাহের (৪২), মকিমাবাদের মোঃ মাহিন (৩৯), মোহাম্মদপুরের মোঃ খোকন (৪৫) ও কুমিল্লা জেলার মুরাদনগরের মহিউদ্দিন (৩০)। ওই সময় তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন বলেন, আটককৃতরা অনেক দিন যাবত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিশেষ ধরনের ‘বেট ৩৬৫’ সফ্টওয়্যারের মাধ্যমে অনলাইনে ক্রিকেট জুয়া চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে জুয়া খেলার আইনের ৪ ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে।