• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দু মাদ্রাসা ছাত্র নিখোঁজ

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর মাদরাসাতু ইশায়াতিল উলুম ইসলামপুর গাছতলা থেকে দু’ছাত্র নিখোঁজ হয়ে গেছে। তাদের নাম আবদুল্লাহ আল সাঈদ ও সানজিদ খান।
গত ৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পূর্বে ছাত্রাবাস থেকে তারা পালিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। আব্দুল্লাহ আল সাঈদ মাদ্রাসায় ৫ম শ্রেণীতে পড়ে। বয়স ১২ বছর, উচ্চতা ৩ ফুট, গায়ের রং ফর্সা, পোশাক ক্রীম কালারের পাঞ্জাবী ও সাদা টুপি।
অপর ছাত্র সানজিদ খান ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। বয়স ১৩ বছর, উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পোশাক ক্রীম কালারের পাঞ্জাবী ও সাদা টুপি। আব্দুল্লাহ আল সাঈদের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে এবং সানজিদ খানের গ্রামের বাড়ি হাজীগঞ্জ পৌরসভায়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-৩৪৮, তারিখ : ০৭/০৯/১৯।
সাংবাদিক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী জানান, তার ভাগিনা আবদুল্লাহ আল সাঈদ তার এক সহপাঠীর সাথে শুক্রবার দুপুরে হোস্টেল থেকে বের হয়ে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোনো ব্যক্তি তাদের খোঁজ পেয়ে থাকলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নাম্বার : ০১৭১৫-৯২৪৩০৮

সর্বাধিক পঠিত