এবার মহামায়া-ছোটসুন্দর সড়কে ট্রাক্টর-সিএনজি স্কুটার সংঘর্ষ ॥ নিহত ১ আহত ৩
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নস্থ মধুরোড রেল স্টেশন সংলগ্ন এলাকায় বালুবাহী নিষিদ্ধ ট্রাক্টর ও যাত্রীবাহী সিএনজি স্কুটারের মধ্যে মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল ২২জুন শনিবার দুপুর দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহামায়া-মধুরোড-ছোটসুন্দর সড়কের মধুরোড রেল স্টেশন সংলগ্ন মন্দিরের কাছে উক্ত সড়কের একটি মোড় রয়েছে। ছোটসুন্দর এলাকা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাক্টরটি এ মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয় এবং স্কুটারটি দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠালে পথিমধ্যে আবুল হাসানাত তপাদার (৫৫) মারা যান। এরপরও তাকে হাসপাতালে আনা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের সাথে আসা লোকজন মৃত ব্যক্তির লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। অপর তিন যাত্রী চাঁদপুর সদর হাসাপাতালে না অন্য কোথাও চিকিৎসা নিচ্ছেন এ বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী।
নিহত আবুল হাসানাত তপাদার হচ্ছেন ৫নং রামপুর ইউনিয়নের আলগী তপাদার বাড়ির বিশিষ্ট আলেম মাওলানা শামছুল হকের মেজো ছেলে এবং ছোটসুন্দর আল-আমিন সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবুল ফারাহ’র মেজো ভাই। নিহত আবুল হাসানাত তপাদারের স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে। গতকাল রাত ১০টায় বাড়ির সামনে মাদ্রাসা মাঠে জানাজা শেষে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৫নং রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত গতিতে আসা ট্রাক্টরটি এবং সিএনজি স্কুটার মোড় অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয় এবং আরেকজনের অবস্থা খুবই গুরুতর। অন্য আহতদের বাড়ি হাজীগঞ্জের বলাখাল রামপুর এলাকায় বলে আমি জেনেছি। বিষয়টি আমি তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠান এবং ঘাতক দানব ট্রাক্টর ও দুর্ঘটনায় পতিত সিএনজি স্কুটারটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। তিনি আরো বলেন, নিহত আবুল হাসানাত তপাদার আমার এলাকার। ওনার বড় ছেলে চাঁদপুরের বাহিরে রয়েছেন, তিনি আসলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে নিহত ব্যক্তির স্বজনরা জানান। তার এলাকায় ট্রাক্টর চলাচলের বিষয়ে চেয়ারম্যান বলেন, এ বিষয়ে আমি বহুবার ট্রাক্টর মালিকদের বলেছি, আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি। কিছুদিন বন্ধ থাকলে পরে আবার চলাচল শুরু হয়।
এদিকে চাঁদপুর মডেল থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীর সাথে এ বিষয়ে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও সিএনজি স্কুটারটি আটক করে থানায় নিয়ে আসি। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরের চালক ট্রাক্টর রেখেই পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয় নি। মামলার বিষয়ে তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বলেছে এ বিষয়ে তারা পরে সিদ্ধান্ত নিবে।
জানা যায়, ছোটসুন্দর এলাকার বেশ কজন ব্যক্তি খুবই দাপটের সাথে সড়কে নিষিদ্ধ যান ট্রাক্টর দিয়ে ইট-বালু পরিবহন করে থাকেন। এ বিষয়ে এলাকার সচেতন জনগণ প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। উল্টো হয়রানির শিকার হয়েছেন। আর গতকাল যে ট্রাক্টরটি দুর্ঘটনা ঘটিয়েছে, সেটির মালিক স্থানীয় ছোটসুন্দর এলাকার মানিক নামে এক ব্যক্তি বলে জানা গেছে।